হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

এনটিআরসিএর ৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ প্রকাশ, ৬৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৬১ বার
এনটিআরসিএর ৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ প্রকাশ, ৬৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ


নিউজ ডেস্কঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির আওতায় স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে সর্বমোট ৬৭ হাজার ২০৮টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ে ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসা পর্যায়ে ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩টি এমপিওভুক্ত শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। তবে শূন্যপদের সংখ্যা প্রয়োজন অনুযায়ী কম-বেশি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনটিআরসিএ জানায়, যোগ্য নিবন্ধন সনদধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে e-Application আহ্বান করা হয়েছে। আবেদন ফরম পূরণ ও ফি জমাদানের সময়সীমা ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন গ্রহণের শেষ সময় রাত ১২টা পর্যন্ত।
আবেদনকারীর বয়স ও নিবন্ধন সনদের মেয়াদ সংক্রান্ত শর্তে বলা হয়েছে, ৪ জুন ২০২৫ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। এছাড়া শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর পর্যন্ত বৈধ থাকবে।
বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা এই বিজ্ঞপ্তির আওতায় আবেদন করতে পারবেন না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত তালিকা, আবেদন ফরম ও নিয়োগসংক্রান্ত অন্যান্য তথ্য এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd থেকে জানা যাবে।
এদিকে, শিক্ষক নিয়োগে দীর্ঘদিন অপেক্ষমান প্রার্থীদের জন্য এই বিশেষ বিজ্ঞপ্তিকে বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!