নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে ফেলতে হবে—গণভোটের ব্যালট পেপারের রং হবে গোলাপি। শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ইসির পরিপত্রে বলা হয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাদা রঙের হলেও গণনার সুবিধার্থে গণভোটের ব্যালট পেপার গোলাপি রঙের করা হবে। ভোটাররা ভোট প্রদান শেষে জাতীয় সংসদের ব্যালট ও গণভোটের ব্যালট একই স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলবেন।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহের বিষয়ে ভোটারদের সম্মতি নেওয়া হবে। গণভোটে ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদান করবেন।
ইসি জানায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিন, অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা।
গণভোট পরিচালনায় জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োজিত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররাই দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ভোটকেন্দ্র ও ভোটার তালিকাই গণভোটে ব্যবহৃত হবে।
ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার ব্যালট বাক্স খুলে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করবেন। এরপর জাতীয় সংসদের ব্যালট প্রার্থীভিত্তিক এবং গণভোটের ব্যালট ‘হ্যাঁ’ ও ‘না’—এই দুই ভাগে পৃথক করে গণনা করা হবে।
এছাড়া, বিদেশে অবস্থানরত এবং নির্ধারিত শ্রেণির ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমেও গণভোটে অংশ নিতে পারবেন বলে পরিপত্রে জানানো হয়েছে।

Leave a Reply