হোম / জাতীয়
জাতীয়

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ, হাওর সংরক্ষণ অধ্যাদেশ ও বার্নে নতুন দূতাবাস স্থাপন

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৮৪ বার

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিরোধ, হাওর সংরক্ষণ এবং সুইজারল্যান্ডের বার্নে নতুন দূতাবাস স্থাপনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী, গুম হওয়া ব্যক্তি যদি অন্তত পাঁচ বছর নিখোঁজ থাকে এবং জীবিত ফিরে না আসে, তাহলে ট্রাইব্যুন্যাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গুম’ ঘোষণা করতে পারবে। ভুক্তভোগীরা নিজ উদ্যোগে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং পরিবারের সদস্যরা কমিশনের অনুমতি ব্যতীত সম্পত্তি ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব নির্ধারণ করবে। এতে সংরক্ষিত এলাকার সুরক্ষা, নিষিদ্ধ কার্যক্রম নির্ধারণ, অপরাধ ও শাস্তি এবং উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে অনুমোদনের বিধান রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদ বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাবও অনুমোদন করেছে, যা জেনেভার পার্মানেন্ট মিশনের কাজকে আরও কার্যকর করবে। প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূত, ফার্স্ট সেক্রেটারি ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু হবে।

এছাড়া বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সংকটাপন্ন স্বাস্থ্য বিষয়কও আলোচনা করা হয়েছে। সিঙ্গাপুরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার চিকিৎসার সরাসরি দেখভাল করছেন।

উপদেষ্টা পরিষদ মহান বিজয় দিবসের সুন্দর উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে বিশেষ ধন্যবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!