হোম / জাতীয়
জাতীয়

ইসি মো. আনোয়ারুল ইসলাম: এই নির্বাচন হবে ইতিহাসের সেরা

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৩২৬৫ বার


নিজস্ব প্রতিবেদকঃ
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ হবে ইতিহাসের সেরা নির্বাচন। তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী, সত্যি সত্যিই এবার ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে। তাই সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই।”
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় আটজন বিভাগীয় কমিশনার, আটজন ডিআইজি, ৬৪ জন জেলা প্রশাসক, ৬৪ জন এসপি, ১০ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা—মোট ২২৬ জন অংশগ্রহণ করেন।
ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন, কারো কাছে দায়বদ্ধ নয়; শুধু আইনের কাছে দায়বদ্ধ। আপনারা সবাই নির্বাচন কমিশনেরই একজন, তাই শুধু আইনের কাছে দায়বদ্ধ। ভয়ের কোনো কারণ নেই।”
তিনি আরও বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যর্থ হলে তা শুধু নির্বাচন কমিশনের নয়, বাংলাদেশের জন্যও ব্যর্থতা হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “একসাথে মাঠে নেমে কাজ করুন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি, ইউএনও, আনসার-ভিডিপি—সবাই একসাথে মুভ করুন।”
ইসি ৫ আগস্টের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী কার্যক্রম আইনসঙ্গত ও সাহসিকতার সঙ্গে পরিচালিত হওয়ার কথাও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!