নিউজ ডেস্ক:
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতের মধ্যে ২০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাত বিক্ষোভ তীব্র আকার নেয় এবং বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠেন। এর জবাবে ইরানের নিরাপত্তা বাহিনী ব্যাপক গোলাগুলি চালায়। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তেহরানের ছয়টি হাসপাতালে ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে, যাদের অধিকাংশই গুলিতে নিহত হয়েছেন।
সাময়িকীটি জানিয়েছে, এই তথ্য নিশ্চিত হলে ইঙ্গিত পাওয়া যায় যে, ইরান সরকার বিক্ষোভ দমন করতে কঠোর অবস্থান নিয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সতর্কতা দিয়েছিলেন—ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে খামেনি সরকারকে উচ্চ মূল্য দিতে হবে—তাও উপেক্ষা হতে পারে।
উল্লেখ্য, এই বিক্ষোভ ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ৩১টি শহরে ছড়িয়ে গেছে। বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে অংশ নেন।
এই বিক্ষোভগুলোতে ইরানের রাজনৈতিক অস্থিরতা এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।
আন্তর্জাতিক
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে তেহরানে এক রাতে ২০০-এর বেশি নিহত
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:০১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২২৪ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply