ঢাকা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ফাহাম আব্দুস সালাম বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তানে অভিযানে বাংলাদেশ সেনা পাঠানোর অনুরোধ করেছিল। তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের মতামত ও জাতীয় স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, ওই সিদ্ধান্তের ফলেই ২০০৯ সালে খালেদা জিয়া ক্ষমতায় ফিরতে পারেননি। এরপর তাকে ও বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে।
ফাহাম আব্দুস সালাম আরও বলেন, একটি প্রভাবশালী গোষ্ঠী নানা ষড়যন্ত্র ও দমন-পীড়নের মাধ্যমে বেগম খালেদা জিয়া ও বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। কিন্তু জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণে তারা সে উদ্দেশ্যে সফল হতে পারেনি।
তিনি বলেন, খালেদা জিয়া সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মতামতকে প্রাধান্য দিয়েছেন। ইতিহাসে তার এই সাহসী ও আপসহীন নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য দেন।
কুড়িগ্রাম
ইরাক–আফগানিস্তানে সেনা পাঠানোর মার্কিন অনুরোধ উপেক্ষা করেছিলেন খালেদা জিয়া: ফাহাম আব্দুস সালাম
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৫৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
24 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
29 minutes আগে

Leave a Reply