হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইতিহাসের সাক্ষী কুড়িগ্রামের কৃতী সন্তান ক্যাপ্টেন আসিফ ইকবাল

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬৭৯ বার
ইতিহাসের সাক্ষী কুড়িগ্রামের কৃতী সন্তান ক্যাপ্টেন আসিফ ইকবাল
ইতিহাসের সাক্ষী কুড়িগ্রামের কৃতী সন্তান ক্যাপ্টেন আসিফ ইকবাল

কুড়িগ্রাম প্রতিনিধি
নিজ জেলার জন্য গর্বের এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো কুড়িগ্রাম। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক ফ্লাইটে অন্যতম পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রামের কৃতী সন্তান ক্যাপ্টেন (মেজর) আসিফ ইকবাল।
বাংলাদেশ বিমানের অত্যাধুনিক ২০২ ড্রিমলাইনারে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের অভিজ্ঞ পাইলট দলের একজন ছিলেন ক্যাপ্টেন আসিফ ইকবাল। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ ফ্লাইটে তাকে দায়িত্ব দেওয়া হয়। দেশের ‘ভাবী প্রধানমন্ত্রী’কে নিরাপদে প্রিয় মাতৃভূমিতে পৌঁছে দেওয়ার পর বিমানের ডেকেই তারেক রহমানের কাছ থেকে উষ্ণ অভিনন্দন ও কৃতজ্ঞতা লাভ করেন এই দক্ষ বৈমানিক।
ফ্লাইটে ক্যাপ্টেন ইমামুল ইসলাম ইমনের সহকারী পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন দুই অভিজ্ঞ ক্যাপ্টেন—রাশেদিন ও আসিফ ইকবাল। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একাধিক সূত্র জানিয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তনের গুরুত্ব বিবেচনায় নিয়ে অত্যন্ত অভিজ্ঞ ও সিনিয়র পাইলটদের সমন্বয়েই ফ্লাইট ক্রু গঠন করা হয়।
ক্যাপ্টেন আসিফ ইকবাল কুড়িগ্রাম জেলা শহরের মোল্লাপাড়া এলাকার প্রসিদ্ধ ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মনসুর রহমান ও কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক খুরশিদা বেগম কাজল (কাজল আপা)-এর সন্তান। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা’র ছোট ভাই। একই সঙ্গে সাবেক বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ক্যাপ্টেন রেজাউর রহমান (মানিক)-এর আপন ভাগিনা এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মোঃ আবু বকর সিদ্দিক-এর ভাগিনা।
বিষয়টি প্রকাশ্যে আসার পর কুড়িগ্রাম জেলাজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাপ্টেন আসিফ ইকবালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে। গর্বিত জেলাবাসীর মুখে মুখে ফিরছে এই দক্ষ বৈমানিকের নাম।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টা) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর যাত্রীদের মালামাল বুঝিয়ে দেওয়ার সময় তারেক রহমান বিমানের ক্যাপ্টেনদের ডেকে নিয়ে হ্যান্ডশেক করেন এবং নিরাপদ ও সময়ানুবর্তী যাত্রার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এই ঐতিহাসিক মুহূর্তে কুড়িগ্রামের সন্তান ক্যাপ্টেন আসিফ ইকবালের ভূমিকা জেলার মানুষের জন্য এক অনন্য গর্বের অধ্যায় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!