ডেস্ক রিপোর্ট:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের উপজাতি অধ্যুষিত স্বশাসিত অঞ্চল কার্বি-আংলংয়ে সহিংস ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন রাত্রিকালীন কারফিউ জারি করেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অস্থিরতার আশঙ্কা দেখা দিলে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতেই আপাতত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এদিকে, জেলা প্রশাসন সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার অনুরোধ করেছে। সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আন্তর্জাতিক
আসামের কার্বি-আংলংয়ে সহিংসতায় নিহত ২, জারি রাত্রিকালীন কারফিউ ও মোবাইল ইন্টারনেট বন্ধ
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৪৩০ বার
আসামের কার্বি-আংলংয়ে সহিংসতায় নিহত ২, জারি রাত্রিকালীন কারফিউ ও মোবাইল ইন্টারনেট বন্ধ
বিজ্ঞাপন

Leave a Reply