নিজস্ব প্রতিবেদক:
আবারও রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলাকা ত্যাগ করার পর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন।
আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় তারা শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। সেই ঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার বাদ জুমা শাহবাগে অবস্থান নেন সংগঠনটির নেতা-কর্মীরা। তারা সারা রাত শাহবাগ মোড়েই অবস্থান কর্মসূচি পালন করেন।
শাহবাগে পুনরায় অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
জাতীয়
আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের, খুনিদের গ্রেপ্তার দাবিতে অবস্থান কর্মসূচি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৮৪৩ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
24 minutes আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
35 minutes আগে

Leave a Reply