মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আট দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে যাত্রীদের চরম ভোগান্তি সৃষ্টি হয়।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বারবাড়িয়া এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে ঢাকাগামী ও আরিচাগামী যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, তাঁদের যৌক্তিক আট দফা দাবি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বাধ্য হয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছান। পরে তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। আলোচনার একপর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে
শিক্ষা
আট দফা দাবি আদায়ে মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ, এটিআই শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৩৫০৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
47 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
52 minutes আগে

Leave a Reply