কুড়িগ্রাম প্রতিনিধি —
আঞ্চলিক উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদ পেয়েছেন আরটিভির উত্তর ধরলা প্রতিনিধি এবং মাসান টিভির বার্তা সম্পাদক এম চঞ্চল খান।
শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এম চঞ্চল খান দীর্ঘদিন ধরে আঞ্চলিক সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, সামাজিক অসংগতি ও মানুষের ন্যায্য দাবিগুলো তুলে ধরে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। তাঁর রিপোর্টিং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা আঞ্চলিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সম্মাননা গ্রহণকালে এম চঞ্চল খান বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সাধারণ মানুষের কথা তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যেতে চাই।”
রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজ ও উন্নয়নে অবদান রাখা গুণীজনদের সম্মান জানাতেই তাদের এই আয়োজন। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply