হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

আগামী কয়েক দিনে শীত আরও তীব্র হতে পারে, ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৫৮ বার
আগামী কয়েক দিনে শীত আরও তীব্র হতে পারে, ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
আগামী কয়েক দিনে শীত আরও তীব্র হতে পারে, ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

মাসান টিভি ডেস্ক:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার মধ্যে দেশের ৯ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

মৃদু শৈত্যপ্রবাহ আক্রান্ত জেলাগুলো হলো—রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। এসব অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে এবং এই পরিস্থিতি আপাতত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি নৌ ও সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার কারণে দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী দুই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৫ জানুয়ারি থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং ৬ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঘন কুয়াশার কারণে সূর্যের আলো কম পাওয়া গেলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে। বিশেষ করে নদী অববাহিকা অঞ্চলে কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।

রাজধানী ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও তার আগ পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের দাপট অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!