গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে পুলিশ। মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয় এবং আটককৃত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ঘটনার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বৃহস্পতিবার দুপুরে আকাশবাংলা প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত আনুমানিক ১১টার দিকে শ্রীপুরের মাওনা পিয়ার আলী কলেজের পেছনে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, একটি বাড়িতে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শ্রীপুর থানা পুলিশ। অভিযানের সময় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন লাকী আক্তার (২৮), জাহাঙ্গীর হোসেন (২৬) ও মো. রাজীব (৩৩)।
আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে এবং অভিযানে ব্যবহৃত পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এই বিশৃঙ্খলার সুযোগে হামলাকারীরা জাহাঙ্গীর হোসেন ও মো. রাজীবকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই অরূপ কুমার বিশ্বাস, এসআই মুহাম্মদ মাসুদ রানাসহ তিন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০-৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পাশাপাশি মাদক উদ্ধারের ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করেছে।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। ইতোমধ্যে পালিয়ে যাওয়া রাজীবসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে অটল।”
অপরাধ
অভিযানে পুলিশের ওপর হামলা, দুই আসামি ছিনতাই; গ্রেপ্তার ১১
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply