হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৯০০ বার


স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম—পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

পদত্যাগকারী উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।

আজ সন্ধা সোয়া ৬টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানা গেছে।

সরকার–সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় জ্যেষ্ঠ উপদেষ্টাদের নিয়মিত মধ্যাহ্নভোজ বৈঠকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ ওঠে। এরপর আজ সন্ধ্যায় নিশ্চিত হওয়া যায় যে আসিফ মাহমুদ পদত্যাগ করছেন।

সূত্র আরও জানায়, সেপ্টেম্বরে মাঝামাঝি সময় থেকে সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিরা দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য মৌখিক পরামর্শ দিয়ে আসছিলেন। তবে তারা সময় চাইলে বিষয়টি পরে পিছিয়ে যায়। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের মেয়াদ শেষ পর্যন্ত দায়িত্বে থাকতে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন যে তিনি নির্বাচন করবেন না।

তবে গত মাসের মাঝামাঝি সময়ে আবারও উচ্চপর্যায়ের নির্দেশনায় তাদের পদত্যাগের তাগাদা দেওয়া হয়। সরকারের অভ্যন্তরীণ আলোচনায় উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যের মত ছিল—তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার সরকারে থাকা শোভন নয়, তারা নির্বাচন করুন বা না করুন—পদত্যাগ করা উচিত।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে তিনজনকে উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়। তাদের মধ্যে নাহিদ ইসলাম পান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, পরে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্য

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!