হোম / খেলাধুলা
খেলাধুলা

৯০–এর নিচু লক্ষ্যও ছুঁতে পারল না বাংলাদেশ, সিরিজের প্রথম ম্যাচে হার

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৬০৩১ বার
৯০–এর নিচু লক্ষ্যও ছুঁতে পারল না বাংলাদেশ, সিরিজের প্রথম ম্যাচে হার
৯০–এর নিচু লক্ষ্যও ছুঁতে পারল না বাংলাদেশ, সিরিজের প্রথম ম্যাচে হার

মাত্র ৮৯ রানের লক্ষ্য। টি-টোয়েন্টিতে এমন রান তাড়া করা সাধারণত সহজই ধরা হয়। কিন্তু কক্সবাজারে বুধবার সেই সহজ লক্ষ্যই কঠিন হয়ে দাঁড়াল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের জন্য। চরম ব্যাটিং বিপর্যয়ে ৭৫ রানে অলআউট হয়ে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ১৩ রানে হারল স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.৪ ওভারে থামে ৮৮ রানে। অধিনায়ক ও ওপেনার ইমা নাসির খেলেন ধীর স্থির ৩০ রানের ইনিংস (৪১ বলে ১ চার)। আরিশা আনসারি ২৩ বলে ২২ রান করে দলকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জারিন তাসমিন লাবণ্য—৪ ওভারে ১৪ রানে ঝুলিতে দুটি উইকেট।

তবে ছোট রান তাড়ায় নেমেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে দল। নির্জনা মণ্ডল (২০) ও সাদিয়া আক্তার (১৬) কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। শেষ দিকে ববি খাতুনের ১৩ রানের ইনিংসও বাঁচাতে পারেনি দলকে। ১৮.৩ ওভারে ৭৫ রানে অলআউট হয়ে থামে স্বাগতিকদের ইনিংস।

পাকিস্তানের হয়ে শাহার বানু নেন সর্বোচ্চ ৩ উইকেট। রোজিনা আকরাম বল হাতেও ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ৫ রান খরচায় নেন ২ উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়ে ব্যর্থতা দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মুখিয়ে থাকবে তরুণীরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!