হোম / জাতীয়
জাতীয়

২০২৬ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ আজ থেকে পড়া যাবে

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৪১ বার


নিজস্ব প্রতিবেদকঃ
২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক ও দাখিল স্তরের সকল শিক্ষার্থী আজ থেকে সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তকের সফটকপি (পিডিএফ) অনলাইন সংস্করণ পড়তে পারবে। রবিবার (২৮ ডিসেম্বর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সফটকপি ওয়েবসাইটে আপলোডকরণ’ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনের সঙ্গে সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর ওয়েবসাইট www.nctb.gov.bd-এ ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচটি ভাষা, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের মোট ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে।
এনসিটিবি জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক (মোট ১১,৭০,৪৬,৪৬১টি) মুদ্রণ শেষ হয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে ১ জানুয়ারি নতুন বছরের শুরুতে সব কোমলমতি শিক্ষার্থী নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়ে বইয়ের ঘ্রাণ নিতে পারবে। মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বছরের শুরুর দিনে কয়েকটি মৌলিক বই হাতে পাবে। তবে সবগুলো বিষয়ের বই অল্প কয়েকদিনের মধ্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। বর্তমানে এই স্তরের মোট পাঠ্যপুস্তকের (মোট ১৮,৩২,০৮,৬৯৩) ৭৮.৭২ শতাংশ মুদ্রণ ও ৫৮.৬৮ শতাংশ সরবরাহ শেষ হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন এনসিটিবি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী। অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষার্থীরা শতভাগ বই ১ জানুয়ারি পাবে। ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীরা প্রায় শতভাগ বই পাবেন, আর সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা যথাক্রমে ৭০% ও ৬০% বই ১ জানুয়ারি হাতে পাবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!