হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৫৯ জন, মোটরসাইকেলে সবচেয়ে বেশি প্রাণহানি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২৫৬ বার


ঢাকা প্রতিনিধি:
দেশে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩৫৯ জন এবং আহত হয়েছেন আরও ১৬ হাজার ৪৭৬ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে, যেখানে ৩ হাজার ২৯টি দুর্ঘটনায় ২ হাজার ৬৭২ জন নিহত হয়েছেন। এতে নিহতের মধ্যে ৯৬২ জন নারী এবং ১ হাজার ৮ শিশুর নাম রয়েছে।
এই তথ্য দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন, যা রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করে। সংস্থার প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে দেশে মোট ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে নৌ দুর্ঘটনা ঘটেছে ১৩২টি, এতে প্রাণ হারিয়েছেন ১৪৯ জন, আহত হয়েছেন ১২৩ জন এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন। রেল দুর্ঘটনা ঘটেছে ৫১৯টি, যেখানে ৪৭৮ জন নিহত এবং ১৫২ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, এই প্রতিবেদন তৈরি করা হয়েছে দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে। সংস্থাটি উল্লেখ করেছে, ২০২৪ সালে দেশে ৬ হাজার ৯২৭টি দুর্ঘটনা ঘটেছিল, যেখানে ৭ হাজার ২৯৪ জন নিহত এবং ১২ হাজার ১৯ জন আহত হয়।
সংস্থার বিশেষজ্ঞরা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনা দেশজুড়ে সবচেয়ে উদ্বেগজনক এবং এর প্রতিরোধে কঠোর আইন, সচেতনতা ও নিরাপদ সড়ক ব্যবস্থা অপরিহার্য।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!