হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করার হুমকির প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭২৫ বার

নিউজ ডেস্কঃ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত, ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকির বিরুদ্ধে শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে একটি যুব সংগঠন।

বিক্ষোভটি আয়োজন করে ‘তিপরা মোথা’র যুব সংগঠন ইউথ তিপরা ফেডারেশন। কর্মসূচির আগেই সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাংলাদেশ সহকারী হাই কমিশনারের দফতরের চারপাশে নিরাপত্তা জোরদার করে ত্রিপুরা পুলিশ।

এদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের সামনেও নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমানভাবে বাড়ানো হয়েছে বলে উপদূতাবাস-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহসহ আরও কয়েকজন ছোট-বড় নেতার পক্ষ থেকে উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে হুমকি দেওয়া হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উসকানিমূলক।”

তারা আরও বলেন, “এ ধরনের বক্তব্য শুধু ভারত–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যই ক্ষতিকর নয়, বরং গোটা অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার জন্যও মারাত্মক হুমকিস্বরূপ।”

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের দফতরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের পুলিশ সুপার নমিত পাঠক।

উল্লেখ্য, গত বছর আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের দফতরে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটে, যা দুই দেশের কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!