নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানোর পাশাপাশি পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদানের দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা (এসপি)। একই সঙ্গে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে জনবল, যানবাহন ও বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে নির্বাচন কমিশন আয়োজিত দিনব্যাপী সম্মেলনে এসব দাবি জানান পুলিশ সুপাররা। সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে পুলিশ সুপাররা জানান, তারা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করে আসছেন। তবে মাঠপর্যায়ে যানবাহন ও জনবল সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একই দিনে একাধিক নির্বাচন অনুষ্ঠিত হলে তা নিরাপত্তা ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হবে বলেও জানান তারা।
ভোটের দিনে অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় পুলিশের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের নিয়োজিত রাখার সুপারিশ করেন এসপিরা। পাশাপাশি বিগত নির্বাচনগুলোতে পুলিশের জন্য বরাদ্দকৃত বাজেটে বৈষম্য ছিল উল্লেখ করে এবারের নির্বাচনে বাজেট বাড়ানোর দাবি জানান তারা। সুষ্ঠু ভোট নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার প্রস্তাবও তোলা হয়।
এদিকে জেলা প্রশাসকরা (ডিসি) জানান, মাঠপর্যায়ে এখনো যেসব বৈধ অস্ত্র রয়েছে, সেগুলো দ্রুত রিকভারি করতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। দুর্গম ও দূরবর্তী এলাকায় যাতায়াতের সুবিধার্থে হেলিকপ্টার ব্যবহারের সুপারিশও করা হয়।
সম্মেলনে জেলা প্রশাসকরা আরও বলেন, এআই প্রযুক্তি ও অপতথ্য প্রচার নির্বাচনী পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে এবং আইনের বাইরে কোনো কার্যক্রমে জড়ানোর প্রশ্নই নেই।
এ ছাড়া বিভিন্ন উপজেলায় সহিংসতায় গাড়ি পুড়ে যাওয়ায় সেখানে নতুন যানবাহনের প্রয়োজন, গণভোটের প্রচারের সময়সীমা বৃদ্ধি এবং সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
জাতীয়
সুষ্ঠু ভোটে ম্যাজিস্ট্রেট বৃদ্ধি ও পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাইলেন এসপিরা
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪০৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
5 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
5 hours আগে

Leave a Reply