ছাতক প্রতিনিধি:
সুরমা নদীর তীব্র ভাঙনের কবল থেকে ছাতকের মল্লিকপুর গ্রাম ও আশপাশের এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৩০ জানুয়ারি) ছাতক উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাতক–আন্ধারীগাঁও–সুনামগঞ্জ সড়কটি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিবছর বর্ষা মৌসুমে সুরমা নদীর ভাঙনে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে মল্লিকপুর গ্রামের পীর সাহেব বাড়ির নিকটবর্তী অংশে ভাঙন সড়কের পাকা অংশ পর্যন্ত পৌঁছে গেছে।
বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী বর্ষা মৌসুমে মল্লিকপুর গ্রাম সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল উচ্চ বিদ্যালয় ও জামে মসজিদসহ বিভিন্ন স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
মানববন্ধন থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে সুরমা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য খসরু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কবি রুহুল ফারুকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কৃষি ও প্রকৃতি
সুরমা নদীর ভাঙনে হুমকিতে মল্লিকপুর গ্রাম: স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৫ বার
সুরমা নদীর ভাঙনে হুমকিতে মল্লিকপুর গ্রাম: স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন

Leave a Reply