হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

সিরাজগঞ্জ জেলা প্রশাসক: প্রশাসন দুর্বল মনে করলে ভুল ধারণা, নির্বাচন যথাযথভাবে হবে

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ২২ বার


সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কঠোর বার্তা দিয়েছেন, “আপনারা যদি মনে করেন প্রশাসন দুর্বল হয়ে গেছে, যা খুশি তাই করা যাবে—তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা।”
সভায় জেলা প্রশাসক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন অন্যান্য বারের তুলনায় আরও কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন বা বড় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। নির্বাচনের আগে যেভাবে সবাই সহযোগিতা করে আসছেন, সামনের দিনগুলোতেও সেই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তা সবার জন্য মঙ্গলজনক হবে এবং নির্বাচন বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজও সহজ হবে। তিনি সিরাজগঞ্জ-৫ আসনসহ জেলার সকল আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!