হোম / রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জে সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা, হলুদ ফুলে মুখরিত মাঠ

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩০ বার


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা ও উল্লাপাড়া উপজেলায় চলতি মৌসুমে সরিষা চাষে বাম্পার ফলনের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠজুড়ে সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে জনপদ, আর তাতেই কৃষকদের মুখে ফুটেছে আশার হাসি। ভালো ফলনের পাশাপাশি ন্যায্যমূল্য পেলে আর্থিকভাবে লাভবান হবেন এ অঞ্চলের কৃষক-কৃষাণীরা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সলঙ্গা উপজেলার পূর্ণিমাগাঁতী, সলঙ্গা, রামকৃষ্ণপুর, বাঙ্গালা, বড়পাঙ্গাসী, উধুনিয়া ও মোহনপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক হারে সরিষা চাষ করা হয়েছে। দিগন্তজুড়ে হলুদ ফুলে ঢাকা মাঠ একদিকে যেমন সৃষ্টি করেছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি ভ্রমর, প্রজাপতি ও মৌমাছির গুঞ্জনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে গ্রামবাংলায়।
কৃষকরা জানান, তুলনামূলক কম সময়ে ফলন পাওয়া যায় এবং খরচ কম হওয়ায় সরিষা একটি লাভজনক ফসল। এ ছাড়া সরিষা চাষে ব্যবহৃত সার ও বিষ পরবর্তী ফসলের জন্য জমির উর্বরতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।
উধুনিয়া ইউনিয়নের কৃষক রস্তম আলী বলেন, “এবার বৃষ্টি ও শীতের প্রকোপ কম থাকায় এখন পর্যন্ত সরিষায় তেমন কোনো রোগবালাই দেখা যায়নি।”
এদিকে কাসেম বিল এলাকার কৃষক আবুল হোসেন ও নজরুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং ক্ষতিকর কীটপতঙ্গের আক্রমণ না হলে এবার সরিষায় ভালো ফলন হবে। ন্যায্যমূল্য পাওয়া গেলে কৃষকদের কষ্ট অনেকটাই সার্থক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
কৃষি বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ার অনুকূলতা বজায় থাকলে এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে চলতি মৌসুমে সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!