হোম / অপরাধ
অপরাধ

সিঙ্গাইরে গরুচোর সন্দেহে গণপিটুনি, দুই যুবকের মৃত্যু

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১০০ বার


মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (গতকাল) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (আজ) সকালে ঢাকায় তাঁদের মৃত্যু হয়।
নিহতরা হলেন— সিঙ্গাইর উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) এবং ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ২টার দিকে ইমামনগর গ্রামের শাকিল হোসেনের বাড়ির আশপাশে মজনু মিয়া ও দ্বীন ইসলামকে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় তাঁদের আটক করা হয়। পরে গরুচোর সন্দেহে স্থানীয় লোকজন ওই দুই যুবককে গণপিটুনি দেন। এতে তাঁরা গুরুতর আহত হন।
খবর পেয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে সিঙ্গাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে পাঠানোর পরামর্শ দেন।
এরপর তাঁদের ঢাকায় নিয়ে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে দুজনই মারা যান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!