নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য ও প্রাচীন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত রোববার (১১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ খঞ্জনপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ২৫১ এমপি থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, খঞ্জনপুর ঈদগাহ মাদ্রাসা মোড় সংলগ্ন একটি আমবাগানের পাশে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তি বিক্রি করতে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
পত্নীতলা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহল দল ক্রেতা সেজে সেখানে উপস্থিত হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
পরবর্তীতে ব্যাটালিয়ন অধিনায়ক-এর দিকনির্দেশনায় অভিজ্ঞ স্বর্ণকার দ্বারা নাইট্রিক এসিড ও স্বর্ণ পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধারকৃত মূর্তিটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের তৈরি। জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকারদের মতে, মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকারও বেশি।
এদিকে সোমবার (১২ জানুয়ারি ২০২৬) স্থানীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, নওগাঁ-এর কাস্টোডিয়ানের কার্যালয়ের কর্মকর্তারা মূর্তিটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাঁরা জানান, উদ্ধারকৃত মূর্তিটি ১১ থেকে ১২ শতকের মধ্যকার অত্যন্ত প্রাচীন ও দুষ্প্রাপ্য কষ্টি পাথরের নিদর্শন।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় দেশের প্রত্নতাত্ত্বিক, দুষ্প্রাপ্য ও অমূল্য সম্পত্তির অবৈধ সীমান্ত পারাপার রোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সকল আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ
সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৮৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
27 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
32 minutes আগে

Leave a Reply