হোম / অপরাধ
অপরাধ

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় কারখানার নিরাপত্তা প্রহরীর মৃত্যু

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৩ বার


গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় জসিম আহম্মেদ (৪৪) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড (কলিম উদ্দিন চেয়ারম্যান মোড়) এলাকায় কারখানার অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম আহম্মেদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া থেকে নোমান শিল্প গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, পৌরসভার ময়লার গাড়িটি কারখানা থেকে ময়লা সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশ করছিল। এ সময় কারখানার ১ নম্বর গেইটের উত্তর পাশে দায়িত্ব পালনকালে গাড়ির সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা প্রহরী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, বিকাল পাঁচটা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!