ঢাকা প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ দিনের মধ্যে সরকারের কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে। তিনি ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের কোনো রাজনৈতিক দলে আশ্রয় না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে দাখিল করা হবে।
তদন্তে প্রাপ্ত তথ্য ও গ্রেফতারকৃতদের জবানবন্দি অনুযায়ী, মূল দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা থেকে সিএনজি যোগে আমিনবাজার যান, এরপর মানিকগঞ্জের কালামপুর এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্তদের পরিবারের সদস্য, স্ত্রী, শ্যালক, প্রেমিকা ও পলায়নে সহায়তাকারী নুরুজ্জামান। এছাড়া তিনজন গাড়িচালক ও শহীদ হাদির অটোচালক সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
তদন্তকারীরা আশা করছেন, সব তথ্য যাচাই ও প্রমাণের পর হত্যাকাণ্ডের মূল নেপথ্য পরিকল্পনাকারীদের চিহ্নিত করে বিচারের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
অপরাধ
শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ও তদন্ত প্রতিবেদন শেষ পর্যায়ে, আগামী ১০ দিনে প্রতিবেদন দেবে সরকার
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১১২৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
3 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply