হোম / জাতীয় সংসদ নির্বাচন
জাতীয় সংসদ নির্বাচন

লালমনিরহাট সদর আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৬৯১৯ বার
লালমনিরহাট সদর আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু
লালমনিরহাট সদর আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু

লালমনিরহাট প্রতিনিধি

জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাট -৩ সদর আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মনোনয়নপত্র  জমা দেওয়ার শেষ দিনে লালমনিরহাট জেলায় তিনটি আসনের এখন পর্যন্ত জমা পরেছে ২৬টি।  মনোনয়ন কিনেছেন মোট ২৯ জন। এদের মধ্যে লালমনিরহাট ১ আসন থেকে মনোনয়ন বিক্রি হয়েছে ১১টি লালমনিরহাট দুই আসন থেকে মনোনয়ন বিক্রি হয়েছে ১০টি লালমনিরহাট ৩ আসন থেকে মনোনয়ন বিক্রি হয়েছে আটটি ।  আর ২৬ টি মনোনয়ন জমা পড়ছে, লালমনিরহাট ১ আসনে জমা পড়েছে ১০ টি, লালমনিরহাট ২ আসনে জমা হয়েছে ৯ টি, লালমনিরহাট -৩ আসনে ৭ জামা পড়েছে। এরমধ্যে তিনটি আসনে এনসিপির কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। 

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা এসে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনটা দশ মিনিটে মনোনয়ন জমা দিয়েছে বিএনপি’র রংপুর বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল দুলু। তিনটা বিশ মিনিটে মনোনয়ন জমা দিয়েছেন জামায়েত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের, তিনটা ত্রিশে মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় পার্টির লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহিদ হাসান লিমন। 

মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে বিএনপি’র প্রার্থী দুলু বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি, নির্বাচনের পরিবেশ পেয়েছি। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি সম্মান জানাচ্ছি যারা পঙ্গুত্ববরণ করেছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘ ১৭ বছর ধরে। আশা করি আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন সুন্দর হবে। আমাদের এই এলাকাটি সীমান্তবর্তী জেলা। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। আখাঙাগুলো বাস্তবায়নের চেষ্টা করব। এরই মধ্যে আপনারা জানেন আমি তিস্তা নিয়ে আন্দোলন করছি নির্বাচিত হতে পারলে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করব। বাল্যবিবাহ নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। 

জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী বলেন, ইতিমধ্যেই আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। ইতিমধ্যে আমরা নির্বাচনের কোন বিশৃংখল পরিবেশ দেখছি না। লালমনিরহাট সদর আসনের সকল মানুষ আনন্দ নিয়ে দীর্ঘদিন পর ভোট দিতে পারবে। এখানে যতগুলো রাজনৈতিক দল আছে আমরা সবাই সহ অবস্থানে আছি। আশা করি এই নির্বাচন টি আমরা সুন্দরভাবে পার হতে পারব। 

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বলেন, জাতীয় পার্টির উত্তরবঙ্গের জন্য অনেক কিছু করেছে বর্তমানে আমরা লালমনিরহাটে যে জায়গায় দাঁড়িয়ে মনোনয়ন জমা দেওয়ার জন্য এসেছি সে ডিসি অফিসের চিত্র কিন্তু জাতীয় পার্টির পাল্টে দিয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মানুষ আবার জাতীয় পার্টি কে ভোট দেবে। আমি মনে করি লালমনিরহাটের আপামর জনগ নাঙ্গল মার্কাকে দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়েছে তারা শান্তিতে ছিল। আমি যদি নির্বাচিত হতে পারি লালমনিরহাট এর মানুষ শান্তিতে ব্যবসা-বাণিজ্য জীবনযাপন পার করবেন। 

লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এস এম রকিব হায়দার বলেন, রাজনৈতিক দল আর স্বতন্ত্রদের মধ্যে কে কোথায় জমা দিয়েছে এটি আমরা বাছাই প্রক্রিয়ার শেষে তাদের নাম উল্লেখ করবো। 

লালমনিরহাট সদর আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু
লালমনিরহাট সদর আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলু
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!