লালমনিরহাট প্রতিনিধিঃ
জেলার হাতীবান্ধায় উপজেলা মডেল মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন ওই মডেল মসজিদে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিস। তবে বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গেছে, আসরের নামাজের সময় মুসুল্লিরা নামাজ পড়তে মসজিদে আসছিলেন। এসময় মসজিদের তিন তলায় ভেন্টিলেটর ফ্যানে বিদ্যুতিক সট সার্কিট হয়ে আগুন লাগে। নিমিষেই কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইয়েদ মো. ইমরান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুনে সূত্রপাত ভেন্টিলেটর ফ্যানের সট সার্কিট থেকে হয়েছে বলে ধারনা করা যাচ্ছে।


Leave a Reply