লালমনিরহাট, ১২ জানুয়ারি:
লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্র নগরে নারী পর্যটকের শ্লীলতাহানির ঘটনায় আবুল কালাম (৩১) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সংঘটিত এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী নারী জানান, তিনি পদব্রজে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন এবং ইতোমধ্যে কয়েকটি জেলা ভ্রমণ করেছেন। রবিবার বিকেলে তিনি লালমনিরহাটের মহেন্দ্র নগর এলাকায় পৌঁছান। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আবুল কালাম নামের এক যুবক তার শ্লীলতাহানি করে। পরে ওই নারীকে চোর আখ্যা দিয়ে মব তৈরি করে হেনস্তা করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর ভুক্তভোগী নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও স্ট্যাটাস দিয়ে বিষয়টি তুলে ধরেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। যদিও সে সময় তিনি অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি। পরে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয় এবং সোমবার (১২ জানুয়ারি) তাকে আটক করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, আটক আবুল কালাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আলমের ছেলে। বর্তমানে তিনি লালমনিরহাট সদর থানায় আটক রয়েছেন।
ডিবি পুলিশের ওসি সাদ আহম্মেদ জানান, গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে যৌন নিপীড়ন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply