লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে জাতীয়তাবাদী দল বিএনপির দুই নেতাকে বহিষ্কার করার পরের দিনেই শতাধিক নেতাকর্মীর শোডাউন নিয়ে জামাতে যোগ দিয়েছেন।
জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মন্ডলীর সদস্য রেজোয়ান হোসেন এবং বুড়িমারী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড কৃষকদলের সাধারন সম্পাদক আব্দুল মান্নানকে বুধবার (১৭ ডিসেম্বর) দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। পরেরদিন বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির বহিস্কৃত ওই দুই নেতা মিলে বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর শোডাউন নিয়ে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করেছেন। লালমনিরহাট ১ আসন (পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলা) বাংলাদেশ জামাতের ইসলামি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা জামাতে যোগ দেন। এ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন এলাকায় উপজেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে জামাতের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আলোচনা শেষে বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা শতাধিক নেতাকর্মীকে দলের সদস্য ফরমে স্বাক্ষর নিয়ে ফুল দিয়ে দলে যোগদান করে নেন জামায়াতের নেতৃবৃন্দ।

Leave a Reply