হোম / শিক্ষা
শিক্ষা

রাবি অফিসার্স সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২২৯ বার


রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার্স সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আনারুল–রিয়াজ–বিদ্যুৎ পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির মোট ১৮টি পদের সবকটিতেই জয় পেয়েছে এই প্যানেল। অপরদিকে জামায়াতপন্থি প্যানেলের কোনো প্রার্থীই বিজয়ী হতে পারেননি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোটগ্রহণ শুরু হয়। দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. আনোয়ারুল ইসলাম ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ রানা পেয়েছেন ২৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. রিয়াজ উদ্দিন ৫০৭ ভোট পেয়ে জয়লাভ করেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী মামুন রানা পেয়েছেন ১৮৬ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে মো. রোকনুজ্জামান মামুন ৫১৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. আল-আমিন বিদ্যুৎ ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন—
যুগ্ম সম্পাদক: মো. মনোয়ার হোসেন উৎপল
দপ্তর সম্পাদক: মো. রাকিবুল ইসলাম রাকিব
প্রচার সম্পাদক: মো. আব্দুল মানিক
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো. আলমগীর হোসেন শামীম
সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক: মো. মজিবুর রহমান
সাংগঠনিক সম্পাদক: মো. ফরমান আলী
সদস্য পদে নির্বাচিত হয়েছেন— মো. আলী রেজা, মো. আব্দুল মতিন, মোসাম্মৎ রোকসানা বেগম টুকটুকি, মো. মাইনুল ইসলাম দুলাল, মো. বোরহান উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ড. মোছা. হাবিবা হায়দার লিচু ও মো. নাসির উদ্দীন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর—২০২৬ ও ২০২৭ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!