রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মাসুদুর রহমান দুলু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের তালতলা নূরানী ও হাফেজী মাদ্রাসা সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলু ওই এলাকার এছাহাক আলীর ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুলু চলন্ত ট্রাক্টরে উঠে কিছুদূর যাওয়ার পর মোড় নেয়ার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও দুইজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত যুবক চলন্ত ট্রাক্টরে লাফিয়ে উঠে কিছুদূর যাওয়ার পর ট্রাক্টর মোড় নেয়ার সময় ছিটকে পড়ে মৃত্যু বরন করেছেন বলেও জানান।
কুড়িগ্রাম
রাজারহাটে ট্রাক্টরের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৫২৩৮ বার
রাজারহাটে ট্রাক্টরের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
2 hours আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
2 hours আগে

Leave a Reply