হোম / রাজনীতি
রাজনীতি

রাজশাহী সদর আসনে জামায়াত প্রার্থী ডা. মো. জাহাঙ্গীরের মনোনয়নপত্র উত্তোলন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৮৮২০ বার


রাজশাহী প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বুধবার দুপুর ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনী সেল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির, জেনারেল সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র উত্তোলনের পর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচিত হলে রাজশাহী শহরকে চাঁদাবাজমুক্ত করা হবে এবং স্থানীয় অবকাঠামোর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ ও ভোটাধিকার নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। “দাঁড়িপাল্লা জনগণের আস্থার প্রতীক। এতে ভোট দিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে,”—এ মন্তব্য করে তিনি নির্বাচনে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলন শেষে ডা. মো. জাহাঙ্গীর আলম রাজশাহীবাসীর প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান এবং উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!