নিউজ ডেস্কঃ
রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পান্থপথের গ্রিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, তবে তিনি বেঁচে আছেন।
গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত মুসাব্বিরকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের এডিসি ফজলু।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু করেছে। পুলিশের বরাতে জানানো হয়েছে, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অপরাধ
রাজধানীতে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৩৩ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
5 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
5 hours আগে

Leave a Reply