যশোর প্রতিনিধিঃ যশোর সদরের শংকরপুর এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে (৫৫) গুলি করে হত্যার ঘটনায় বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই যশোরের প্রতিটি সীমান্ত পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে বিজিবি। শনিবার রাত ৮টার দিকে শংকরপুর এলাকার হুদা মেমোরিয়াল একাডেমির সামনে দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে। নিহত আলমগীর ছিলেন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে, যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নগর বিএনপির সাবেক সদস্য। তিনি এলাকায় জমি কেনা-বেচার ব্যবসা করতেন।
নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানান, “গতকাল সন্ধ্যার পর আলমগীর মোটরসাইকেলে শহরের বটতলা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে তাকে গুলি করা হয়। সংবাদ পেয়ে আমি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ দেখি।”
সীমান্তে নজরদারি বৃদ্ধির বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যেখানে ভারতের কাঁটাতারের বেড়া নেই, সেই স্থানে ব্যাপক নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীও সহযোগিতায় লাগানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপরাধ
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, বেনাপোল সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৪৩৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
11 minutes আগে
হাসিনা থাকলে দেশে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলত : মির্জা ফখরুল সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে, রাজনীতির নামে ব্যবসা করি না
22 minutes আগে

Leave a Reply