হোম / ধর্ম
ধর্ম

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলের সহকারী শিক্ষক বাবু পরিতোষ চন্দ্র সরকারের পরলোকগমন

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪২৭ বার


নেত্রকোনা প্রতিনিধি —
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলের সহকারী শিক্ষক বাবু পরিতোষ চন্দ্র সরকার আর আমাদের মাঝে নেই। তিনি শনিবার (৩ জানুয়ারি) রাত ১টা ৫০ মিনিটে মোহনগঞ্জের নিজ বাসভবনে পরলোক গমন করেন।
(দিব্যান্ লোকান্ স্বঃ গুচ্ছতুঃ)
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বাবু পরিতোষ চন্দ্র সরকার একজন আদর্শ শিক্ষক হিসেবে দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। তাঁর স্নেহপূর্ণ আচরণ, শৃঙ্খলাবোধ ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা তাঁকে এলাকায় একজন শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে।
মোহনগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও মাসান টিভির পক্ষ থেকে বাবু পরিতোষ চন্দ্র সরকারের আত্মার চির শান্তি কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে শান্তির স্থানে স্থান দেন—এই প্রার্থনাই সকলের।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!