হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১, আহত বহু

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ২১০৪ বার

মাসান টিভি ডেস্কঃ

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে জান্তার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বাংলাদেশ সীমান্তসংলগ্ন ম্রাউক-উ শহরে গতকাল বুধবার সন্ধ্যায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ত্রাণকর্মী ওয়ে হুন অং এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

ওয়ে হুন অং আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে বলেন, ‘সেখানে পরিস্থিতি খুব ভয়াবহ। আমরা এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। আহত হয়েছে কমপক্ষে ৬৮ জন। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।’

হামলার পর রাতে হাসপাতালের বাইরে কমপক্ষে ২০টি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ভোরে দেখা যায়, বিস্ফোরণে হাসপাতালের একটি অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কাঠমিস্ত্রি মাউং বু চে-এর স্ত্রী, পুত্রবধূ এবং তাঁর বাবা নিহত হয়েছেন। তিনি বলেন, ‘আমার গ্রাম থেকে বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। রাতের অন্ধকারে বুঝতে পারিনি কোথায় বোমা পড়েছে। পরে খবর পাই—ধ্বংসস্তূপের নিচে তারা রয়েছে। তখনই বুঝলাম তারা আর নেই। আমার কিছু বলার নেই, আমি ভীষণ ক্ষুব্ধ।’

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটি সংঘাত ও সহিংসতায় জর্জরিত। রাখাইনের উত্তরাঞ্চলের ম্রাউক-উ এলাকা গত বছর থেকে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে সাম্প্রতিক সময়ে সংঘর্ষ তীব্রতর হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!