নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন, আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হবে না। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২৯ ডিসেম্বর।
নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত হয়েছে ২০ জানুয়ারি।
এরপর রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন সতর্ক করেছেন, প্রার্থীরা নির্ধারিত সময়ের বাইরে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। সময়মতো প্রক্রিয়া অনুসরণ না করলে প্রার্থিতা বাতিল হতে পারে।
জাতীয়
মনোনয়নপত্র জমার সময় বাড়ছে না: নির্বাচন কমিশন
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৮৭৯ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
5 minutes আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
15 minutes আগে

Leave a Reply