নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ওয়ারলেস মোড় এলাকার একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের নিচে থাকা গ্যারেজের একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে রোববার (২১ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুদের নাম আফরিদা চৌধুরী (১০) এবং তার এক বছর বয়সী ভাই ইলহাম চৌধুরী। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, খাবার বিষক্রিয়াই তাদের মৃত্যুর কারণ হতে পারে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শিশুদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী একটি গার্মেন্টসের জিএম এবং মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার মুঘলটুলি এলাকায়। বর্তমানে পরিবারটি মগবাজার ওয়ারলেস মোড়ের বাসায় বসবাস করছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে বড় মেয়ে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাশমনো হাসপাতালে নেওয়া হয়, যেখানে সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ বাসায় আনার পর ছোট ভাই ইলহামও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হলেও শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই সুমন মিয়া বলেন, একই খাবার খেয়ে বাবা-মাও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে চিকিৎসার মাধ্যমে তারা বর্তমানে সুস্থ রয়েছেন। তবে খাবারটি বাসায় রান্না করা হয়েছিল নাকি বাইরে থেকে কেনা, তা এখনো নিশ্চিত করা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
নিহত শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী জানান, আফরিদা বেইলী রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৬ ডিসেম্বর তার জন্মদিন পালন করা হয়েছিল। জন্মদিন উপলক্ষে বাবা-মা দুই সন্তানকে নিয়ে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। চার দিন পর তারা অসুস্থ হয়ে পড়ে। তিনি বলেন, এই খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর।
অপরাধ
মগবাজারে একই পরিবারের দুই শিশুর মৃত্যু: প্রাথমিক ধারণা খাবার বিষক্রিয়া
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৮৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply