হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ভূরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৭৯ বার
ভূরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা
ভূরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে কুড়িগ্রাম-১ আসনের সম্মানিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।

মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও কুড়িগ্রাম-১ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ড। তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক এবং গণঅধিকার পরিষদের কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী বীন ইয়ামিন মোল্লা।

অন্যান্য প্রার্থীদের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কাজী মুস্তফা, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের উপজেলা সম্পাদক মনিরুজ্জামান এবং জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সম্পাদক শাহীন ব্যাপারী।

সভায় বক্তারা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!