হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৫৭ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর ত্যাগ ও সংগ্রাম দেশের মানুষকে আজও গণতন্ত্র ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করে।

সোমবার ( ৫ জানুয়ারী, ২০২৫) বাদ মাগরিব উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবন হল রুমে উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব শহিদুল ইসলাম আকন্দ এর সঞ্চালনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি জনাব কাজী গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কাজী আলাউদ্দিন মন্ডল, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব কাজী নিজাম উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপজেলা বিএনপি ও সকল ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পুরো আয়োজন ঘিরে এলাকায় এক শান্ত ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!