হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

বেলকুচি প্রেসক্লাব মানবিক কাজের পাশে সবসময় থাকবে: ইশরাত জাহান

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৩০ বার


সিরাজগঞ্জ প্রতিনিধি:
বেলকুচি উপজেলা প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৭ জানুয়ারি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি, বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান প্রেসক্লাবের সদস্যদের মানবিক ও পেশাদারিত্বপূর্ণ কর্মকাণ্ডকে সম্মান জানিয়ে বলেন, “ভবিষ্যতেও বেলকুচি প্রেসক্লাব সবসময় মানবিক কাজের পাশে থাকবে। আপনাদের ভালো কাজের পাশে আমরা আছি এবং থাকবো।”
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। বেলকুচি প্রেসক্লাবের সদস্যরা তাদের সততা, দায়িত্বশীলতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এই পেশার মর্যাদা রক্ষা করে আসছেন। ইশরাত জাহান প্রেসক্লাবের সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, যমুনা টিভির চিফ নিউজ এডিটর তৈহিদ মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, বেলকুচি প্রেসক্লাব দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সততা ও মানবিক দায়বদ্ধতার সঙ্গে সাংবাদিকতা করে আসছে, যা স্থানীয় মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আলোচনা সভার শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় হতদরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে তিন শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!