দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প লক্ষ্মীপুর (বিডি-০২৪৬) প্রকল্পের এলসিসি কমিটির সভাপতি বিজয় রায়ের বিরুদ্ধে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে ভুয়া ও ভিত্তিহীন সংবাদ ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
বিজয় রায় অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলো নিয়ে একাধিক দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো তদন্তেই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বরং এসব অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবি করেন।
বিজয় রায় বলেন, শিশুদের কল্যাণে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অপপ্রচার অত্যন্ত দুঃখজনক। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের পাশাপাশি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় স্থানীয়ভাবে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশু উন্নয়নমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া সংবাদ ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অপরাধ
বীরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগ
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২১৩ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
52 minutes আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
1 hour আগে

Leave a Reply