দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে মিলিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর খামারবাড়ীর উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের মেলা কৃষকদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করে উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে এগিয়ে যেতে পারবে।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। পাশাপাশি ১০০ জন কৃষকের মাঝে আমগাছের চারা বিতরণ করা হয় এবং কৃষি খাতে বিশেষ অবদানের জন্য ২ জন উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
তিন দিনব্যাপী এ মেলায় কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কৃষি ও প্রকৃতি
বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply