বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিএনপির দুই নেতাকে গুরুতর জখম করার ঘটনায় পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের পর তাকে আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা-২ আসনের পাথরঘাটা উপজেলায় দীর্ঘদিন ধরে বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে বিভিন্ন সময়ে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে এবং একাধিক মামলা দায়ের হয়েছে।
সম্প্রতি বিএনপির দুই নেতাকে জখম করার ঘটনায় থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন বলেন,
“কাউকে দলীয় পরিচয়ে গ্রেপ্তার করা হচ্ছে না। বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের আইন অনুযায়ী গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারদের মধ্যে কেউ বিএনপির হতে পারে, আবার কেউ জামায়াতেরও হতে পারে।”
এদিকে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের মোট ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুলাহ আল মাসুদ বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধ
বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় পাথরঘাটা পৌর জামায়াত আমির গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২১৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply