হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ফুলবাড়ী সীমান্তে উত্তেজনার অবসান, জিরো লাইনে নতুন সড়ক নির্মাণ করবে না বিএসএফ

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ৮২ বার
ফুলবাড়ী সীমান্তে উত্তেজনার অবসান, জিরো লাইনে নতুন সড়ক নির্মাণ করবে না বিএসএফ
ফুলবাড়ী সীমান্তে উত্তেজনার অবসান, জিরো লাইনে নতুন সড়ক নির্মাণ করবে না বিএসএফ


ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ নতুন করে কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত জানিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩৪/১ সাব-পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। অপরদিকে ভারতের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কোচবিহার ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে কে রাও।
বৈঠক শেষে লে. কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, বিএসএফ কর্তৃপক্ষ নতুন করে কোনো সড়ক নির্মাণ করবে না। তারা কেবল ব্রিটিশ আমলে নির্মিত পুরোনো সড়কটির সংস্কার কাজ করছে। ভবিষ্যতে সীমান্ত এলাকায় নতুন কোনো নির্মাণকাজের প্রয়োজন হলে তা পারস্পরিক আলোচনার মাধ্যমে সম্পন্ন করা হবে। বিষয়টি যাচাইয়ের জন্য দ্রুত একটি যৌথ তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে ফুলবাড়ী সীমান্তের জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণ শুরু করায় বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একাধিক পতাকা বৈঠক ও বিজিবির তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ করে। এরই ধারাবাহিকতায় সোমবারের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকে জিরো লাইনের প্রায় এক কিলোমিটার পুরোনো সড়ক সংস্কার ছাড়া নতুন কোনো সড়ক নির্মাণ না করার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!