শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
সোমবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “গণমাধ্যমের ওপর হামলার মধ্য দিয়ে সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা কখনোই সফল হবে না। প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধ হয়নি, বন্ধ করার অপচেষ্টা ব্যর্থ হবে।” তারা প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন—দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি মঞ্জুরুল হক, চ্যানেল নাইনের গাজীপুর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আবীর, এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম রানা প্রমুখ।
এছাড়া বক্তব্য দেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আব্দুল লতিফ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহবুবুর রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি রাতুল মণ্ডল, জিটিভির প্রতিনিধি মোতাহার খান, দেশ রূপান্তরের রেজাউল করিম সোহাগ, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মেহেদী হাসান লিটন, কালবেলার সুমন শেখসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের পর একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছে মানুষ। সেই সময়ে একটি গোষ্ঠী গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা বলেন, সাংবাদিকদের দমন করা যায় না; বরং যারা এ ধরনের অপচেষ্টায় লিপ্ত হয়, তারা ইতিহাসে নিন্দিত হয়।
দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা বলেন, “কোনো কালেই সাংবাদিকতাকে রুদ্ধ করে রাখা যায়নি। মতের সঙ্গে দ্বিমত থাকলে তা যুক্তি ও লেখনীর মাধ্যমেই প্রকাশ করা উচিত, আগুন ও হামলার মাধ্যমে নয়।”
বক্তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অপরাধ
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৭৫০০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
6 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
6 hours আগে

Leave a Reply