খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে কর্তন করা সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লোগাং জোনের অধীন ০৩ বিজিবির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুরে পানছড়ি উপজেলার শুকনাছড়ি এলাকায় নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে বিশেষ টহলের সময় আনুমানিক ৬৩ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠগুলো পরবর্তীতে উপজেলা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে বন বিভাগ সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান রোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে বনজ সম্পদ নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও অবৈধ কাঠ পাচারসহ সকল ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ
পানছড়িতে ০৩ বিজিবির অভিযানে ৬৩ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪০৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply