খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ টহল পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি ভারতীয় মালামাল আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল পানছড়ি উপজেলার কানুনগো পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা কম্ফোর্ট, পন্ডস পাউডার, বিভিন্ন ধরনের আন্ডার গার্মেন্টস ও শর্ট গেঞ্জিসহ নানা চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালগুলো আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিয়মিতভাবে টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অপরাধ
পানছড়িতে বিজিবির বিশেষ টহল: বিপুল পরিমাণ চোরাচালানি ভারতীয় মালামাল আটক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩১৫ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
12 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
17 minutes আগে

Leave a Reply