কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক আজ শনিবার খুলে পাওয়া গেছে অন্তত ৩৫ বস্তা টাকা। এর পাশাপাশি মিলেছে স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। গতবারের তুলনায় এবার কম সময়ে—মাত্র তিন মাস ২৭ দিন পর সিন্দুক খোলা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
শনিবার সকাল ৭টার দিকে সিন্দুক খোলার পর বর্তমানে চলছে টাকার গণনার কাজ। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট চার মাস ১৮ দিন পর মসজিদের দানবাক্স খোলা হলে মোট ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল। সেবারও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হিরা।
আজ সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে পাগলা মসজিদের দানের সিন্দুক খোলা শুরু হয়। প্রথমে লোহার সিন্দুকগুলো থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়। পরে মেঝেতে ঢেলে ধারাবাহিকভাবে গণনা কার্যক্রম চালানো হচ্ছে।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানসহ দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গণনা কার্যক্রমে অংশ নিচ্ছেন রূপালী ব্যাংকের প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী, আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থী এবং মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ মোট প্রায় ৫০০ জন।
দান গণনা শেষ হলে মোট অর্থের পরিমাণ ও অন্যান্য দানের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জ
পাগলা মসজিদের ১৩ দান সিন্দুক খুলে মিলল ৩৫ বস্তা টাকা, দান ছাড়াতে পারে সব রেকর্ড
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৩৩৯৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply